Biblebani.net
মরিয়ম কে?

মরিয়ম কে?

প্রশ্নঃ মরিয়ম কে, তিনি কি যিশুর মা?

পবিত্র বাইবেলে মরিয়ম, যিশুর মাতা সমন্ধে অথবা তিনি কে এই সম্পর্কে তেমন বেশী কিছু বলা হয় নি। সম্ভবত এই কারণে আমারা তার উপর কম দৃষ্টিপাত করে থাকি যতটা তার পুত্র যিশু খ্রিস্টের উপর করে থাকি।

নতুন নিয়মে মাতা মরিয়ম সমন্ধে ৩০ বার বলা হয়েছে । একটি বাদে সব আমরা পাব মথি, মার্ক, লুক আর যোহনে। বাকি একটি পাব প্রেরিত পুস্তকে যেখানে বলা হয়েছে তিনি শিষ্যদের সঙ্গে উপস্থিত ছিলেন।

মথিঃ

মথি ১:১৬ এ সাধু জোসেফের বংশ তালিকায় তার স্ত্রি হিসেবে উল্লেখ করা হয়েছে। ১:১৮, ২০, ২:১১  যিশুর জন্ম কাহিনিতে তার উল্লেখ আছে। মথি ১৩:৫৫ তে জিহুদিরা শিশু যিশুকে মাতা মরিয়মের সন্তান হিসেবে চিহ্নিত করেন, “এ কি মরিয়মের পুত্র নয়” । সব শেষ ২৭:৫৬এ যিশুর মৃত্যুর সময় তাকে এবং কিছু নারিকে দূর থেকে দাড়িয়ে থাকতে দেখা যায় এর উল্লেখ আছে। ২৭:৬২ এবং ২৮:১ এ আর একজন মরিয়ম এর উল্লেখ আছে, যিনি মাতা মরিয়ম নাকি তা সঠিক ভাবে যানা যায় নি।

মার্ক

৬:৩এবং ১৫:৪০ এবং সমন্তরাল ভাবে ১৩:৫৫ এবং ২৭:৫৬ অধ্যায়ে মাতা মরিয়মের উল্লেখ আছে। ১৫:৪৭ এবং ১৬:১ এ সমন্তরাল ভাবে ২৭:৬১ এবং ২:১ আর একজন মরিয়ম” এর উল্লেখ আছে।

লুকঃ

লুকের বিবরনে আমারা সবচেয়ে বেশি মাতা মরিয়ম কে দেখতে পাই, যদিও তিনি তার কোন পরিচয় দেন নি। ১:২৭ এ আমারা দেখতে পাই একজন কুমারি যার জোসেফ নামক এক লোকের সঙ্গে বিয়ে ঠিক হয়, এই কুমারির নাম ছিল মরিয়ম। লুকের বিবরনে ১ ও ২ অধ্যায়ে আমারা যিশুর জন্ম কাহিনি দেখতে পাই, যেখানে উল্লেখ করা হয় মরিয়ম ঈশ্বরকে ভক্তি ও ভয় করতেন।

যোহন

যোহন লিখিত পুস্তকে মাতা মরিয়মের কথা ৮ বার উল্লেখ আছে কিন্তু কোন বার তার নাম উল্লেখ করা হয় নি। যোহন ২:১-১২ পদে যিশুর জলেকে দ্রাক্ষা রসে পরিনত করবার যে কাহিনি আছে তাতে মাতা মরিয়মের কথা ১,৩,৫ ও ১২ পদে ৪ বার উল্লেখ আছে। ১৯:২৫-২৭ পদে যিশু ক্রুশের উপর থেকে মরিয়ম ও তাত প্রিয় সিসস্য মাতা মরিয়মকে বলেন ,” হে নারি ঐ দেখ তোমার পুত্র” এবং যোহনকে বলেন, ঐ দেখ তোমার মাতা।

পবিত্র বাইবেলে মাতা মরিয়ম সমন্ধে এতটুকু বলা হয়েছে। উনি কে ছিলেন কিংবা উনার বংশ প্রছয় সমন্ধে আমারা তামন কিছু জানতে পারি না।আমারা শুধু মাতা মরিয়মকে শ্রদ্ধা করি তা নয় বরং তার বিশ্বস্ততা ও ভক্তির জন্য ঈশ্বরের কাছে ধন্যবাদ দিয়ে থাকি। আমারা সকলে যিশু খ্রিস্টের উপর দৃষ্টিপাত করি এবং তার আরাধনা করি।

 

Biblebani